By Sanket Dhar
Published Mar 11, 2023

Hindustan Times
Bangla

৫টি ফলের রসেই পাবেন ঘন কালো চুল, চোখ কাড়বে সবার

চুলের যত্ন নিতে নানারকম টোটকায় ভরসা রাখেন।‌ কিন্তু সবসময় মনমতো ফল পাওয়া যায় না। 

অনেকে বাজারচলতি রাসায়নিকও ব্যবহার করেন। কখনও কখনও তাতে চুলের বেশ ক্ষতি হয়। 

পাঁচটি ফলই চুলের যত্ন নিতে দারুণ পারদর্শী। এই পাঁচটি ফলের রস নিয়ম করে মাখলে ঘন কালো চুল পাবেন। সবার চোখ কাড়বে সেই চুল।

কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। চুল ঘন করতে এই উপাদান দারুণ কাজ করে।

অ্যাভোকাডোর মধ্যে প্রচুর ভিটামিন ই আছে‌। এটি মাথায় রক্ত সঞ্চালন বাড়ায়‌। চুলের বৃদ্ধি দ্রুত করে।

তরমুজে জলের ভাগ অনেক বেশি। তাই এই ফল চুলের গোড়া মজবুত করে চুল ঘন করে।

পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ,সি ও ই। এর অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধি দ্রুত করে।

কমলালেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়া শক্ত করে।