Hindustan Times
Bangla

কেউ ১৮ তো কেউ ২৪ বছরের ছোট, সৌমিতৃষা নন, দেবের 'সবচেয়ে বাচ্চা' নায়িকা কে জানেন?

বুধে ৪৩-এ পা দিলেন দেব। খাদানের বাঁধভাঙা সাফল্যের মাঝেই এই বছর জন্মদিন উদযাপন করছেন নায়ক

খাদানে দেবের নায়িকা ইধিকা পাল, যিনি বয়সে দেবের চেয়ে প্রায় ১৬ বছরের ছোট

সাম্প্রতিক অতীত দেব সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন তাঁর মনের মানুষ রুক্মিণীর সঙ্গে

তবে রুক্মিণীর বাইরে আজকাল দেবের নায়িকা হিসাবে দেখা মিলছে একঝাঁক স্বল্প বয়সী নায়িকার

যদিও দেব-রুক্মিণীর বয়সের ফারাকও বিস্তর, প্রায় ১০ বছরের

দেবের প্রধান নায়িকা সৌমিতৃষা কুণ্ডর বয়স এখন ২৪! অর্থাৎ দেবের চেয়ে প্রায় ১৮ বছরের ছোট তিনি

যদিও দেবের সবচেয়ে কম বয়সী নায়িকা হলেন সৃজা দত্ত, যাঁকে দর্শক দেখেছে বাঘাযতীনে। চরিত্রের প্রয়োজনেই হয় সেই কাস্টিং

কলেজ ছাত্রী সৃজার বয়স সবে ১৮! দেবের কেরিয়ার আর সৃজার বয়সের সংখ্যা এক!