By Priyanka Bose
Published 31 Oct, 2023

Hindustan Times
Bangla

৩৭-এ পা দিলেন, জন্মদিনে রইল অজানা পার্ণো

টলিউড অভিনেত্রী পার্ণো মিত্রর জন্মদিন। আজ ৩৭ বছরে পা রেখেছেন অভিনেত্রী।

৩১শে অক্টোবর ১৯৮৬ সালে  শিলিগুড়িতে জন্মগ্রহন করেন অভিনেত্রী

বাবা অরুণাচল প্রদেশে কাজ করতেন। সেই সূত্রেই ছোটবেলার বেশীরভাগ সময়টাই অরুণাচল প্রদেশে কাটিয়েছেন পার্ণো।

কার্শিয়াং-এর ডউ হিল স্কুলে পড়াশোনা করেছেন এবং পরে কলকাতায় এসে স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করেন পার্ণো

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক পার্ণো

রবি ওঝা প্রযোজিত 'খেলা' টেলিভিশন ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর

ধারাবাহিকের পর একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পার্ণো