Hindustan Times
Bangla

বাস কন্ডাক্টর থেকে প্রাইভেট জেটের মালিক, থালাইভা রজনীকান্তের সম্পত্তির পরিমাণ কত জানেন? 

বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর ৭৪-এ পা দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। অভিনয় জগতে পা রাখার আগে বাস কনডাক্টরের কাজ করতেন রজনীকান্ত 

জানলে অবাক হবেন এখন রজনীকান্ত নিজে একটি প্রাইভেট জেটের মালিক, সপরিবারে এই জেটেই ঘুরে বেড়ান থালাইভা

দক্ষিণী ছবির সবচেয়ে দামী তারকা রজনী। একট ছবির জন্য ১১০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি

জানা যায়, রজনীকান্তের সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে চারশো কোটি টাকা

রজনীকান্তের স্থাবর সম্পত্তির অন্যতম তাঁর চেন্নাইয়ের বিলাসবহুল বাংলো, যার বাজারদর বর্তমানে ৩৫ কোটি টাকা

সুপারস্টারের একটি ম্যারেজ হল রয়েছে, চেন্নাইয়ের নামী এলাকায় অবস্থিত সেই বিয়ে বাড়িরহলটির বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা

লাক্সারি গাড়ির শখ রয়েছে অভিনেতার। থালাইভার কাছে রয়েছে রোলস রয়েস প্যান্থম, যার দাম প্রায় ১৭ কোটি টাকা

এছাজডাও মার্সেডিজ বেনজ, BMW, ল্যাম্বারগিনির মতো নামীদামী গাড়ি রয়েছে রজনীকান্তের গ্যারেজে

সদ্যই বিয়ে ভেঙেছে রজনী-কন্যা ঐশ্বর্যর, শোনা যায় বর্ষীয়ান অভিনেতা একেবারেই খুশি নন মেয়ে এবং প্রাক্তন জামাই ধনুশের সিদ্ধান্তে

তাই এই বছর রজনীকান্তের জন্মদিনের আনন্দ খানিক ফিকে।