Hindustan Times
Bangla

তাঁর জীবনে রোজই যেন মেটগালা! দেখুন Birthday Boy রণবীর সিংয়ের সেরা ১০ ‘আজব’ পোশাক

২০১০ সাল। বলিউডে পা রেখেছিলেন রণবীর সিং। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে গণ্য করা হয় তাঁকে।

অদ্ভুত পোশাক সেন্সের জন্য় প্রায়শই শিরোনামে থাকেন এই বলিউড তারকা

এক সময় সহকারী পরিচালক হিসেবে পর্দার পিছনে কাজ করা রণবীর অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন যশ রাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে

১৯৮৫ সালের ৬ জুলাই মুম্বইয়ে জন্মগ্রহণ করেন রণবীর। ৩৮ বছরে পা রাখলেন অভিনেতা।

প্রথম ছবিতেই দিল্লির প্রাণোচ্ছ্বল ‘বিট্টু শর্মা’ হয়ে দর্শকের মন জয় করেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 

'গোলিওঁ কি রাসলীলা রামলীলা’, ‘দিল ধড়ক নে দো’, ‘বাজিরাও মস্তানি’, ‘গাল্লি বয়’, ‘পদ্মাবত’, একের পর এক সফল ছবি করেছেন। 

বলিউডের রঙিন পাতায় নিজের গল্প নিজেই লিখেছেন রণবীর। ছোট থেকেই একজন অভিনেতা হতে চেয়েছিলেন রণবীর। স্কুলে নাটকে অংশগ্রহণ করতেন। পছন্দ করতেন বলিউডের মুভি দেখতে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি নিয়েই ২০০৭ সালে মুম্বইয়ে আসেন রণবীর। প্রথমে তিনি কিছু বিজ্ঞাপনে কাজ করতেন। 

একাধিক অডিশনের পর বলিউডে যশ রাজের ব্যানারে কাজের সুযোগ। এরপরই অদ্ভুত ফ্য়াশন সেন্সের জন্য তুমুল আলোচনায় থাকেন অভিনেতা।