By Abhisake Koley
Published 11 Dec, 2024
Hindustan Times
Bangla
Most Searched Athletes On Google: ২০২৪-এ গুগলে সার্চ করা সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় হার্দিকের সঙ্গে রয়েছেন এক আনকোরা ভারতীয়
২০২৪ সালে গুগলে সব থেকে বেশি সার্চ করা হয়েছে এমন ১০ খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন মোট ২ জন ভারতীয় ক্রিকেটার।
২০২৪ সালে গুগলে সব থেকে বেশি সার্চ করা খেলোয়াড়দের তালিকায় হার্দিক পান্ডিয়া রয়েছেন সাত নম্বরে।
সারা বিশ্বে বিরাট কোহলির জনপ্রিয়তা বিস্তর। তবে ২০২৪ সালে সব থেকে বেশি সার্চ করা অ্যাথলিটদের সেরা দশের তালিকায় নেই তিনি।
ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলনায়ক রোহিত শর্মাও নেই সেরা দশের তালিকায়।
ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এই তালিকায় রয়েছেন হার্দিক।
২০২৪ সালে গুগলে সার্চ করা সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন সেই ক্রিকেটার, যাঁকে নিলাম থেকে ভুল করে দলে নিয়েছিল পঞ্জাব।
গতবার পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলা শশাঙ্ক সিং অপ্রত্যাশিতভাবে জায়গা করে নিয়েছেন সেরা দশের তালিকায়।
এবছর গুগলে সব থেকে বেশি সার্চ করা খেলোয়াড়দের তালিকায় শশাঙ্ক রয়েছেন নয় নম্বরে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন