By Tulika Samadder
Published 25 Sep, 2023

Hindustan Times
Bangla

পার্লার নয়, পুজোর আগে বাড়িতে বসেই পান সোজা চুল, লাগবে ২টি উপকরণ

সোজা চুল বেশ কয়েকবছর ধরেই ফ্যাশনে ইন। তবে পার্লারে গিয়ে কেরাটিন বা স্ট্রেটনিং করানোর খরচ অনেক। 

তবে এবার পার্লারে গিয়ে একগাদা টাকা খরচ করার বদলে আপনি খুব সহজে বাড়ি বসেই তা করে নিতে পারেন। লাগবে মাত্র দুটি জিনিস।

পকেট বাঁচিয়ে ঘরে থাকা মাত্র দুটো উপাদান দিয়েই আপনার চুল মসৃন ও সোজা করতে পারেন। এটি আপনার চুলকে প্রয়োজনীয় পুষ্টিও যোগাবে। শুধু লাগবে চাল ও নারকেল। 

নারকেল ও আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে বাড়িতে বসেই করুন হেয়ার ট্রিটমেন্ট। একদম পার্লারের মতো ফল পাবেন। দেখে নিন কীভাবে-

এই হেয়ার মাস্ক তৈরি করতে আপনার প্রয়োজন হবে ২ চামচ সেদ্ধ চাল অর্থাৎ ভাত ও নারকেলের দুধ। 

আপনি চাইলে ডিমের সাদা অংশ ও ১ চামচ অলিভ অয়েলও যোগ করতে পারেন এই মিশ্রনে। 

এবার চুলে শ্যাম্পু করার পর ভালো করে মুছে নিন। ভেজা চুলেই এই মিশ্রন লাগিয়ে ৪০-৪৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর আবার শ্যাম্পু করে নিন। 

প্রথম ব্যবহার থেকেই ফারাক বুঝতে পারবেন। সপ্তাহে ১ দিন অনায়াসে এই হেয়ার প্যাক চুলে লাগাতে পারেন। দেখবেন চুল নরম ও স্বাস্থ্যকর হবে ১ মাসেই।