Hindustan Times
Bangla

রোজকার প্রিয় যন্ত্রই ডেকে আনছে হার্টের বিপদ, কেন বলছেন বিজ্ঞানীরা

বয়স বাড়তে থাকলে হার্টের কার্যক্ষমতা কমতে থাকে।

কিন্তু আমাদের রোজকার অভ্যাসও এর জন্য দায়ী।

গবেষণা বলছে আমাদের রোজকার প্রিয় যন্ত্রটিই বাড়াচ্ছে হার্টের বিপদ।

হয়তো আন্দাজ করতে পারছেন সেটি কোন যন্ত্র। হ্যাঁ, মোবাইল ছাড়া আর কিছুই নয়।

বিজ্ঞানীদের কথায়, ফোনে টানা কথা বলাই কাল হচ্ছে। ৩০ মিনিটের বেশি টানা কথা বলাতেই বাড়ছে বিপদ।

এর জন্য বাড়ছে রক্তচাপ। তাতেই চাপ পড়ছে হার্টে।

ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট দ্রুত দুর্বল হতে পারে। বড়সড় হার্টের রোগও হতে পারে।