Hindustan Times
Bangla

বর্তমানের ব্যস্ত জীবনে সবকিছুই খুব গতিশীল। স্ক্রলিং এর গতিতেই মানুষের পছন্দও পালটাচ্ছে দ্রুত। ঠিক তেমন ভাবেই খুব অল্প সময়ের মধ্যে ভারতের ন্যাশনাল ক্রাশ এসেছে একের পর এক ভারতীয় নায়িকা। 

রশ্মিকা থেকে তৃপ্তি কিংবা তামান্না ভাটিয়া , পুরুষ মনে ঝড় তুলতে এদের প্রত্যেকের নাম ই উঠে এসেছে। সম্প্রতি তাদের অভিনীত ছবিগুলি মুক্তির পরই হয়ে গেছে তারা জাতীয় ক্রাশ। 

তাহলে এখন মন জুড়ে আছে কে? শোনা যাচ্ছে ‘লাপতা লেডিজ’ ও ‘হীরামাণ্ডী’ ছবিতে অভিনয়ের পর মন জয় করে নিয়েছেন অভিনেত্রী প্রতিভা রত্না। 

২৩ বছরের এই সুন্দরীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি দুটিতে তার পদার্পনের পরই দ্রুত বেড়েছে তার ফলোয়ার্সের সংখ্যাও।

‘কুরবান হুয়া’ দিয়ে তিনি তার প্রথম অভিনয় জীবন শুরু করেন। কিন্তু পরের বছরই সেই ছবির রিলিজ বাতিল হয়ে যায়।

২০২৪ সালে ‘লাপতা লেডিজ’ ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি অভিনয় করেন। সেখান থেকেই নজর কাড়েন তিনি।

এরপর সঞ্জয় লীলা বনশালীর ওয়েবসিরিজ ‘হীরামাণ্ডী’ তে ‘শমা’ চরিত্রটি অভিনয়ের মধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। বড় বড় অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি যে অনবদ্য অভিনয় করেছেন, পাশাপাশি তার রূপের আগুনও ঝরিয়েছেন টা বলাই বাহুল্য।