By Sritama Mitra
Published Jan 27, 2023
Hindustan Times
Bangla
ঝাড়খণ্ডের বুধা পাহাড়ে সফর করা প্রথম মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
ছত্তিশগড়ের গড় জেলা থেকে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ এলাকায় এই গ্রাম।
মাওবাদী অধ্যুষিত এই এলাকায় নিরাপত্তারক্ষীদের তৎপরতার কথা স্মরণ করেন হেমন্ত সোরেন।
১২০০০ মানুশের বাস এই গ্রাম্য এলাকায় বুধা পাহাড় ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু হচ্ছে।
এই প্রকল্পের সুবিধা পাবে ১১ টি গ্রাম। ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্তের এই এলাকায় এলাকাবাসীর সামগ্রিক জীবনে প্রকল্পের প্রভাব পড়বে।
নিরাপত্তা বাহিনীর বহুদিনের চেষ্টায় এই এলাকা মাওবাদীদের হাত থেকে হয়েছে মুক্ত।