By Subhasmita Kanji
Published 26 Aug, 2023
Hindustan Times
Bangla
অনেক সময়ই মেয়েদের দাড়ি বা গোঁফ গজাতে দেখা যায়। কিন্তু কেন এটা হয়?
দাড়ি বা গোঁফ দুটোই পুরুষদের মধ্যে প্রধানত দেখা যায়। কিন্তু কখনও কখনও মহিলাদের মুখেও দাড়ি বা গোঁফের রেখা দেখা যায়।
কিন্তু কেন হয় এটা জানেন কী? তবে আজ এই প্রতিবেদন থেকে জেনে নিন।
চিকিৎসকদের মতে কিশোর অবস্থায় ছেলে এবং মেয়ে উভয়ের শরীরেই একাধিক পরিবর্তন আসে।
শারীরিক পরিবর্তনের সময় সেক্স গ্রোথ হয়ে যাওয়ার পর একাধিক হরমোন নিঃসরণ হয় মানবদেহে সেটার কারণেই মূলত এমনটা হয়।
মেয়েদের শারীরিক পরিবর্তনের জন্য এস্ট্রোজেন হরমোন দায়ী হয়। আর ছেলেদের ক্ষেত্রে সেটা এন্ড্রোজেন।
কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েদের শারীরিক পরিবর্তনের সময় এস্ট্রোজেনের সঙ্গে এন্ড্রোজেন হরমোন নিঃসরণ হচ্ছে।
আর যদি তাদের শরীরে এই এন্ড্রোজেন হরমোন বেশি তৈরি হতে থাকে তাহলে তাদের দাড়ি গোঁফ বের হয়।
যদি এন্ড্রোজেনের মাত্রা মেয়েদের শরীরে কম থাকে বা সীমিত থাকে তাহলে গোঁফ গজায় না। কিন্তু বেশি হলেই পুরুষের মতো দাড়ি গোঁফ দেখা যায়।
তবে আপনি যদি এমন কোনও সমস্যায় ভিজে থাকেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও খবর পড়ুন।