Hindustan Times
Bangla

আফগানিস্তানের হয়ে ৪৬টি দলের বিরুদ্ধে জিতেছেন মহম্মদ নবি...একঝলকে সব দেশ-

ত্রিনিদাদ অ্যান্ড তোবাগো, ভুটান,মলদ্বীপ,ইউএসএ, বার্বাডোজ, উগান্ডা, বার্মুডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বিরুদ্ধে জিতেছেন

জিতেছেন নামিবিয়া, কানাডা,নেদারল্যান্ডস, কেনিয়া, হংকং, আরব আমিরশাহি, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নেপালের বিরুদ্ধেও

হারিয়েছেন নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, বাহরেইন, মালেশিয়াকে

জয় এসেছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, থাইল্যান্ড, জাপান, বাহামাস, বৎসওয়ানা, জার্সির বিপক্ষেও

ফিজি, তানজানিয়া, ইতালি, আর্জেন্তিনা, পাপুয়া নিউ গিনি, কেমান আইল্যান্ড, ওমান, চিন, সিঙ্গাপুর, পাকিস্তান এবং দঃ আফ্রিকাকেও হারিয়েছেন

তবে এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে জয় অধরা মহম্মদ নবির আফগানিস্তানের