Hindustan Times
Bangla

প্রথম ৫১ টেস্টের পর বিরাট কোহলি, আর ট্র্যাভিস হেড কে কোথায় দাঁড়িয়ে টেস্টে?

৫১টি টেস্টের মধ্যে ট্র্যাভিস হেড ব্যাটিং করেছেন ৮৪টি ইনিংসে

২০১৬ সালে ৫১টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছিলেন কোহলি, সেই সময় বিরাট ছিলেন অনবদ্য ফর্মে

প্রথম ৫১ টেস্টে ৮টি শতরানের পাশাপাশি ১৭টি অর্ধশতরান রয়েছে হেডের ঝুলিতে, স্ট্রাইক রেট ৬৬

৮৮ ইনিংসে বিরাট  কোহলি প্রথম ৫১ টেস্টে করেছিলেন ১৪টা শতরান এবং ১৪টা অর্ধশতরান

প্রথম ৪১ ইনিংসে হেডের টেস্টে গড় ৪৩.২০

বিরাটের ব্যাটিং গড় ছিল ৪৮.২৮, ততদিনে শুধু অস্ট্রেলিয়াতেই পাঁচটি শতরান করে ফেলেছিলেন কোহলি...