By Moinak Mitra
Published 24 Jan, 2025
Hindustan Times
Bangla
আরতি আহলাওয়াতের সঙ্গে বীরেন্দ্র সেহওয়াগের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে
সোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে প্রায় দুই দশকের দাম্পত্যের শেষে আলাদা হতে চলেছেন সেহওয়াগ
ভারতীয় দলের জার্সিতে ১০৪টি টেস্ট, ২৫১টি ওডিআই খেলেছেন সেহওয়াগ
আরতির সঙ্গে বীরুর বিয়ে হয় ২০০৪ সালের ডিসেম্বরে
সেহওয়াগ এবং আরতি শেষ কয়েক মাস আলাদা থাকছেন
২০০৭ সালে তাঁদের প্রথম সন্তান আর্যবীর এবং ২০১০ সালে দ্বিতীয় সন্তান বেদান্ত জন্ম নেয়
ইনস্টাগ্রামে আরতিকে ফলো করছেন না বীরু, শোনা যাচ্ছে দ্রুত ডিভোর্স হবে তাঁদের
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন