Hindustan Times
Bangla

বর্ডার গাভাসকর সিরিজ হেরেছে ভারত, ব্যাটারদের রেটিং কেমন?

নিজের প্রথম অস্ট্রেলিয়া সফরে ১০ ইনিংসে ৩৯১ রান করেছেন যশস্বী জসওয়াল, ফলে তিনি ৮/১০ পাবেনই

রোহিত শর্মা পাঁচ ইনিংসে করেছেন ৩১ রান, ফলে তাঁর রেটিং হতে পারে ১/১০

সিডনিতে ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেললেও পন্তের ৯ ইনিংসে সংগ্রহ মাত্র ২৫৫ রান, ফলে ৫এর বেশি রেটিং তিনি পাবেন না

শুভমন গিলের অবস্থাও ছিল অত্যন্ত খারাপ, পাঁচ ইনিংসে করেছেন মাত্র ৯৩ রান...রেটিং হতে পারে ৩/১০

বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় ৯ ইনিংসে করেছেন ১৯০ রান, পার্থে শতরান থাকলেও তাঁর রেটিং হতে পারে ৩/১০

লোকেশ রাহুল ১০ ইনিংসে ভারতের হয়ে করেছেন ২৭৬ রান, ফলে তাঁর রেটিং হতে পারে ৬/১০