Hindustan Times
Bangla

মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে এসে টেস্টে ২০০তম উইকেট নিয়ে ফেলেছেন জসপ্রীত বুমরাহ

দ্রুততম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট, বিশ্বক্রিকেটে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেট টেস্টে

বোলারদের মধ্যে সব থেকে ভালো গড় ১৯.৫৬ রেখে টেস্টে ২০০ উইকেট

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসে গত ১১০ বছরে সফরকারী দেশের হয়ে সবচেয়ে বেশি ২৩টি উইকেট বুমরাহর

ভারতীয় পেসারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিরিজে সর্বোচ্চ ২৯ উইকেট

ওয়াকার ইউনিস ৭৭২৫ বলে ২০০ উইকেট নেন টেস্টে, ডেল স্টেইন নেন ৭৮৪৮ বল, রাবাদার লেগেছে ৮১৫৪ বল...৮৫৮৪ বলে ২০০ টেস্ট উইকেট নিলেন বুমরাহ

টেস্টে ২০০ উইকেট নিতে বুমরাহ খরচ করেছেন ৩৯১২ রান, নিয়েছেন মাত্র ৪৪ টেস্ট, WTCতেও ১৫০ উইকেট নিয়েছেন বুমরাহ