By
Published 29 Dec, 2024
Hindustan Times
Bangla
চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান কাদের?
চলতি সিরিজের সাত ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ২৯৩ রান করেছেন নীতীশ রেড্ডি
যশস্বী জসওয়াল করেছেন ২৭৫ রান, ৭টি ইনিংসে একটি শতরান এবং একটি অর্ধশতরান করেছেন
লোকেশ রাহুল ৭ ইনিংসে দুটি অর্ধশতরানসহ করেছেন ২৫৯ রান
বিরাট কোহলি ৬ ইনিংসে করেছেন ১৬২ রান, রয়েছে ১টি শতরান
ঋষভ পন্ত ৬ ইনিংসে করেছেন ১২৪ রান
জাদেজা করেছেন ৯৪, ওয়াসিংটন সুন্দর ৮৩ এবং শুভমন গিল করেছেন ৬০ রান
আকাশদীপ (৩১) এবং অশ্বিনের (২৯) থেকেও রোহিত শর্মার চলতি সিরিজে রানের সংখ্যা কম, মাত্র ২২
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন