Hindustan Times
Bangla

২০০০ সালের পর থেকে ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে সর্বোচ্চ রান কার?

তালিকায় প্রথম স্থানে ধোনি, পিছনেই রয়েছেন পন্ত

৮৩ টি টেস্টে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেছেন ২৪৯৬ রান

৪৩ ম্যাচে ঋষভ পন্ত করেছে ১৫৮৭ রান, শতরান বেশি রয়েছে তাঁরই (৪টি)

ঋদ্ধিমান সাহা তালিকায় তৃতীয়, করেছেন ২২ ম্যাচে ৫৭৩ রান

পার্থীভ প্যাটেল করেছেন ২২ ম্যাচে ৪১৩ রান

দীনেশ কার্তিক ১৭ ম্যাচে করেছেন ২১৯ রান