By Moinak Mitra
Published 27 Jan, 2025
Hindustan Times
Bangla
অবসরের পর কোন কোন ভূমিকায় দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে?
আইপিএলে তিনি খেলবেন এবারে চেন্নাই সুপার কিংসের হয়ে
ভারতীয় এই স্পিনার খুলতে পারেন নিজের ক্রিকেট অ্যাকাডেমি
বিশ্লেষক বা ধারাভাষ্যকার হিসেবে তাঁকে দেখা যেতে পারে
বরাবরই দাবা খেলতে খুব ভালোবাসেন, আর গ্লোবাল চেস লিগে দলও রয়েছে তাঁর
ভারতীয় দলের বোলিং কোচ হিসেবেও ভবিষ্যৎে দেখা যেতে পারে অশ্বিনকে
রিয়েল এস্টেটে তিনি টাকা লাগান, এছাড়াও রয়েছে স্পন্সরশিপ ডিল...রয়েছে ক্যারম বল নামে মিডিয়া সংস্থাও
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন