Hindustan Times
Bangla

WTC ফাইনালের রাস্তা কেমন ভারতের? নজরে তিন দলের পারফরমেন্স-

পাকিস্তানের বিরুদ্ধে দুটো টেস্টের মধ্যে একটি জিতলেই WTC ফাইনালে যাবে দঃ আফ্রিকা

শ্রীলঙ্কা যদি কোনওভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে ঘরের মাঠে, তাহলে ভারতের সুবিধা হবে...তবে শ্রীলঙ্কার কোনও লাভ হবে না

মেলবোর্ন টেস্ট ড্র হলে অস্ট্রেলিয়ার লাভ,কিন্তু ভারতের ক্ষতি

ভারতীয় দলকে WTC ফাইনালে সরাসরি যেতে গেলে মেলবোর্ন এবং সিডনিতে জিততে হবে, রোহিতদের পয়েন্ট ৫৫.৮৮

অস্ট্রেলিয়ার হাতে চারটে ম্যাচ রয়েছে, তাঁদের পয়েন্ট ৫৮.৮০...ফলে ভারতের বিপক্ষে হারা চলবে না তাঁদের

ভারতীয় দলকে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে দুই টেস্টে, নাহলে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান, শ্রীলঙ্কার দিকে

ভারতের বিপক্ষে একটি টেস্ট জিতলেই কাজ সহজ হয়ে যাবে অজিদের, হাতে থাকা চারটি টেস্টের মধ্যে তিনটি জিতলেই তাঁরা যাবে ফাইনালে