Hindustan Times
Bangla

'রমজান মাস, খেয়াল তো রাখো', সাহসী পোশাকে হিনাকে দেখে বাঁকা মন্তব্য নেটিজেনের

‘হ্যালো হল অফ ফেম অ্যাওয়ার্ডে'র রেড কার্পেটে জমকালো পোশাকে ধরা দেন অভিনেত্রী হিনা খান

রবিবার রাতে মুম্বইয়ে এই অ্যাওয়ার্ড শো ছিল তারকা-খচিত

লাল নেটের গাউনে অনুষ্ঠানে হাজির হন হিনা

রমজানের মাসে হিনাকে সাহসী পোশাকে দেখে দেখে ট্রোল করেছেন একাংশ নেটিজেন

অভিনেত্রীর ছবিতে এক নেটিজেনের মন্তব্য, 'রমজান মাস, খেয়াল তো রাখো'

হিনা অবশ্য ট্রোলের পালটা কোনও জবাব দেননি

নেটদুনিয়ায় প্রায়শই সাহসী পোশাকে ধরা দেন হিনা

ব্যাকলেস পোশাকে হিনাকে দেখে ঘুম উড়েছে ভক্তদের