Hindustan Times
Bangla

দু-বছর আগে গোপনে বিয়ে সেরেছিলেন, বাবা হলেন টলি নায়ক, ছেলে হল না মেয়ে?

টলিউডে অতি চেনা মুখ কিঞ্জল নন্দ,  ‘হীরালাল’ খ্যাত অভিনেতা গোপনে বিয়ে সেরেছিলেন ২০২২-এর নভেম্বরে

বিয়ের দেড় বছরের মাথায় দুই থেকে তিন হলেন কিঞ্জল-নম্রতা। মঙ্গলবার সকালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন কিঞ্জল-পত্নী

পেশায় স্ত্রী-রোগ বিশেষজ্ঞ কিঞ্জলের স্ত্রী, অভিনেতা নিজেও চিকিৎসক! ডাক্তারি পড়তে গিয়েই মন দেওয়া নেওয়া হয়েছিল দুজনের

এদিন নম্রতার সঙ্গে এই আদুরে ছবি পোস্ট করে কিঞ্জল লেখেন, 'আমাদের আজ সকালে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে'

থিয়েটার জগতের পরিচিত মুখ কিঞ্জল, '৮/ ১২', হীরালালের মতো পিরিয়ড ছবিতে দর্শকদের নজর কেড়েছেন তিনি

সম্প্রতি হইচইয়ের সিরিজ ছবি বিশ্বাসে দেখা মিলেছে কিঞ্জলের