By Suman Roy
Published May 13, 2023
Hindustan Times
Bangla
রাস্তায় থাকলে মূত্র চেপে রাখেন? কী বিপদ ডেকে আনছেন জানেন
দীর্ঘ ক্ষণ মূত্র চেপে রাখার অভ্যাস ডেকে আনতে পারে বিপদ। কী হতে পারে এর ফলে?
কাজের প্রয়োজনে রাস্তায় বেরোলে, অনেক সময়েই মূত্র চেপে রাখতে হয়।
সামনে শৌচালয় না পেলে বা পেলেও, তা পরিচ্ছন্ন না হলে অনেক সময়েই দীর্ঘ ক্ষণ ধরে রাখতে হয় প্রস্রাব।
কিন্তু এটি যদি অভ্যাসে পরিণত হয়, তাহলে বড় বিপদ হতে পারে।
মোটামুটি ৪০০ থেকে ৫০০ মিলিলিটার পর্যন্ত মূত্র ধরে রাখতে পারেন যে কেউ।
এর চেয়ে আরও কিছুটা বেশি মূত্র ধরে রাখতে হলে মূত্রথলি তার পেশিকে প্রসারিত করে। সেটি নিয়মিত হলেই বড় বিপদ হয়ে যেতে পারে।
কী কী বিপদ, দেখে নেওয়া যাক।
মূত্রথলির পেশি দুর্বল হয়ে যেতে পারে। তাতে মূত্রত্যাগের স্বাভাবিক প্রবাহে সমস্যা সৃষ্টি হতে পারে।
এমনকী বয়স বাড়লে কখনও সখনও নিজের অজান্তেই মূত্রত্যাগ হয়ে যেতে পারে।
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই)-এর আশঙ্কাও অনেকটা বেড়ে যায়। এর ফলে ক্ষতি হতে পারে কিডনিরও।
মূত্রনালিতে ব্যাকটিরিয়ার সংখ্যা বেড়ে যেতে পারে। তার ফলে হতে পারে নানা ধরনের সংক্রমণ।
মূত্রথলির স্বাভাবিক প্রসারণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। ফলে মূত্রথলি প্রসারিত হয়ে আর স্বাভাবিক অবস্থায় ফিরে যায় না।
বেড়ে যায় হৃদযন্ত্রের উপর চাপও। এটি অন্য নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন: