Hindustan Times
Bangla

অসহ্য রোদে হাত-পা কালচে হয়ে গিয়েছে? কীভাবে ঘরোয়া উপায়ে সরাবেন ট্যান

গরমে যে সমস্যার সবচেয়ে বেশি মুখোমুখি হতে হয়, তা হল সান ট্যান। মুখে পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও ট্যান পড়ে, বিশেষত হাতে এবং পায়ে।

হাত থেকে ট্যান না তুললে তা দেখতেও বিশ্রী লাগে। কালো দাগ হয়ে যায়। একই জিনিস ঘটে পায়ের ক্ষেত্রেও। 

হাত এবং পা থেকে ট্যান তোলার জন্য রয়েছে একাধিক ঘরোয়া পদ্ধতি। কী দেখে নিন-

লেবুর রস ও মধু- ট্যানিং দূর করতে একটি লেবুর রসে এক চা চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার হাতে ঘষুন এবং প্রায় ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম জল এবং হালকা ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন।

শসার রস- প্রথমে একটি খোসা ছাড়ানো শসা গ্রেট করে এর রস বের করে নিন। এবার একটি তুলোর বল ব্যবহার করে রসে ভিজিয়ে রাখুন। এবার ওই তুলোর বল হাতে বা পায়ে লাগান। এটি শুকানোর জন্য অপেক্ষা করুন এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

আলুর রস- কিছু আলু গ্রেট করে এর রস বের করুন। এই রস আপনার হাতে বা পায়ে লাগান এবং কয়েক মিনিটের জন্য শুকাতে দিন। এবার হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন এবং ময়েশ্চারাইজার লাগান।

টমেটো ও দই- ট্যানিং দূর করতে কাঁচা টমেটোর পেস্টে ১-২ চা চামচ তাজা দই মিশিয়ে নিন। এখন এই পেস্টটি ২০ মিনিটের জন্য মেখে রাখুন এবং তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এক থেকে দুই দিন এটা ব্যবহার করলেই ট্যান দূর হয়ে যাবে।