মকর সংক্রান্তিতে কিছু প্রথা আমাদের দেশে যুগ যুগ ধরে চলে আসছে। আসুন জেনে নিই এ সম্পর্কে।

মকর সংক্রান্তিতে পবিত্র নদীতে স্নানের প্রথা বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। এই দিন পবিত্র নদীতে স্নান করলে বহুগুণ পুণ্য অর্জন হয়।

মকর সংক্রান্তির দিন উত্তরায়ণ হয়। এই দিন খুব ভোরে উঠে স্নানাদি করে সূর্য অর্ঘ্য দেওয়ার প্রথা রয়েছে।

এই দিনটি ও গুড় অভাবীকে দান করলে হাজার গুণ পূর্ণ ফল লাভ হয়। এই প্রথা বহু আগে থেকে চলে আসছে।

এই দিন গুরুকে সবুজ চারণ খাওয়ানোর প্রথা রয়েছে। কারণ এই প্রথা মা লক্ষ্মীকে প্রসন্ন করে।

এই দিন ঘুড়ি ওড়াবার প্রথা রয়েছে। মকর সংক্রান্তির দিন ভারতের বিভিন্ন জায়গায় লোকেরা ঘুড়ি উড়িয়ে এই উৎসব উদযাপন করে।

এই দিন খিচুড়ি খাওয়ার নিয়ম রয়েছে। মাসকলাইয়ের ডাল দিয়ে এই খিচুড়ি তৈরি করা হয়।

এই দিন শস্যের আগমন উপলক্ষে শস্য পুজো করা হয়। খারিফ শস্য কাটা হয় এবং রবিশস্য এই সময় প্রস্ফুটিত হয়ে থাকে ক্ষেতে।

এই দিন ভগবান শ্রী হরি বিষ্ণুর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন দেবী লক্ষীর আরাধনা করা হয় গ্রাম বাংলার ঘরে ঘরে।