Hindustan Times
Bangla

রঞ্জি ট্রফিতে খেলার জন্য কত টাকা পাবেন বিরাট কোহলি?

রেলওয়েজের বিপক্ষে রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি

১২ বছর পর রঞ্জিতে নামলেও সময়টা ভালো যায়নি বিরাটের

মাত্র ৬রানেই তিনি সাজঘরে ফিরেছেন বোল্ড আউট হয়ে

৪০র বেশি ফার্স্ট ক্লাস খেলা ক্রিকেটাররা রঞ্জি ম্যাচে প্রতিদিন ৬০ হাজার টাকা করে পান, বিরাটও তাই পাবেন

২১-৪০ টি প্রথণ শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা ৫০ হাজার টাকা প্রতিদিন রঞ্জি ম্যাচের সময় পান

২০টির কম ফার্স্ট ক্লাস খেলা ক্রিকেটাররা পান রঞ্জির ম্যাচে প্রতিদিন ৪০ হাজার টাকা করে