Hindustan Times
Bangla

ঘরোয়া উপায়ে নিমেষে পরিষ্কার করুন বাথরুমের নোংরা টাইলস, জেনে নিন কীভাবে

টাইলস লাগানো থাকলেও বাথরুম পরিষ্কার রাখা প্রয়োজন। জল আটকে থাকলে বাথরুমের কোণায় কোণায় ময়লা জমে হলুদ হয়ে যায়।

টাইলসের হলুদ দাগ দেখতে খারাপ লাগে। এমন পরিস্থিতিতে অনেকেই দামী ব্র্যান্ডের ক্লিনার ব্যবহার করেন।

ঘরোয়া পদ্ধতিতেই এই হলুদ এবং নোংরা হয়ে যাওয়া টাইলস পরিষ্কার করুন-

ডিটারজেন্ট পাউডার প্রতিটা বাড়িতে ব্যবহৃত হয়। এটি টাইলস পরিষ্কার করার সমাধানও আছে-

ডিটারজেন্ট পাউডারে ১ চা চামচ বেকিং সোডা এবং টয়লেট ক্লিনার যোগ করুন। এই মিশ্রণটি বাথরুমের টাইলসে লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর ঘষে পরিষ্কার করে নিন।

টাইলস পরিষ্কার করতে ব্যবহৃত হয় বেকিং সোডাও। ১ কাপ জলে ২ চামচ বেকিং সোডা মিশিয়ে টাইলসের উপর লাগিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে নিন।

লেবর রসে লবণ মিশিয়ে টাইলসের উপর লাগান। এভাবে ৫ মিনিট রেখে দিন। এরপর একটি কাপড় বা ব্রাশ দিয়ে টাইলস পরিষ্কার করুন।

রাতে টাইলসের উপর লবণ ছিটিয়ে দিন। সকালে কাপড়ে হালকা সাবান দিয়ে টাইলসটা ঘষে নিন। এতে হলুদ ভাব কেটে যাবে।

পরিষ্কার করার জন্যও কাজে লাগে ভিনিগার। টাইলসের উপর ভিনিগার মেশানো জল ছিটিয়ে দিন। এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন।

টাইলস পরিষ্কার করতে কখনই ব্লিচিং পাউডার বা অ্যাসিড ব্যবহার করবেন না। এটি ব্যবহার করলে টাইলস রুক্ষ এবং বিবর্ণ হয়ে উঠবে।