Hindustan Times
Bangla

নোংরা ট্রলি ব্য়াগের দাগ তুলতে ট্রাই করুন এই ঘরোয়া উপায়

নোংরা ট্রলি ব্যাগ দীর্ঘ দিন পরিষ্কার না করলে ব্যাগটি খারাপ হয়ে যেতে পারে।

ঘরোয়া প্রতিকারে পরিষ্কার করতে পারেন নোংরা ট্রলি ব্যাগ। কীভাবে?

বেকিং সোডার সাহায্যে পরিষ্কার করতে পারেন নোংরা ট্রলি ব্যাগ। ১-২ লিটার জলে ৪-৫ চামচ বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন।

সেই মিশ্রণটি ট্রলি ব্যাগটিতে দিয়ে হালকা করে ভিজিয়ে দিন। 

ব্রাশের সাহায্যে ব্যাগের ধুলো-মাটি-দাগ পরিষ্কার করুন।

অ্যামোনিয়া পাউডারের সাহায্যে ব্যাগের কড়া দাগ দূর হয়। এজন্য ১-২ লিটার জলে অ্যামোনিয়া পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটিকে গ্যাসে হালকা গরম করুন।

জলে ভিজিয়ে রাখা ট্রলির মধ্যে অ্যামোনিয়ার দ্রবণ ঢেলে ব্রাশের সাহায্যে ব্যাগটি পরিষ্কার করুন।

ট্রলি ব্য়াগের দাগ দূর করতে একটি পাত্রে ২-৩ চামচ ভিনিগার এবং লেবুর রস মিশিয়ে দ্রবণ তৈরি করুন। 

মিশ্রণটি দাগযুক্ত স্থানে লাগান এবং ব্রাশের সাহায্যে মৃদু দাগ পরিষ্কার করুন।