By Priyanka Bose
Published May 9, 2023

Hindustan Times
Bangla

জলের বোতল পরিষ্কার করার সহজ পদ্ধতি কী জানেন? রইল টিপস

নোংরা বোতলে জল পান করলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। সময় সময় বোতল পরিষ্কার করা খুব জরুরি।

জলের বোতলের ভিতর পরিষ্কার করবেন কীভাবে?

বোতল পরিষ্কার করতে প্রথম বড় পাত্রে জল গরম করুন। সেই জলে বোতলগুলি রাখুন। গরম জল বোতলের ভিতরে থাকা ব্যাকটেরিয়া মেরে ফেলবে।

বোতল পরিষ্কার করার সময় কাঁচ বা প্লাস্টিকের বোতলে সরাসরি গরম জল ঢালবেন না। কাচের বোতল ফেটে যেতে পারে, প্লাস্টিকের বোতল বেঁকে যেতে পারে।

২ চামচ ভিনিগার, ১ চামচ বেকিং সোডা মিশিয়ে বোতলের ভিতর কিছুক্ষণ রেখে দিন।

এরপর বোতলের ঢাকনা আটকে ভালো করে নেড়ে নিন। এতে ভিতরের ময়লা পরিষ্কার হবে।

বোতলের ভিতর জমে থাকা ময়লা পরিষ্কার করতে লেবু, লবন এবং বরফ ব্যবহার করতে পারেন। এতে বোতল নতুনের মতো উজ্জ্বল হয়ে উঠবে।

১ কাপ জলে লেবুর রস এবং লবণ মিশিয়ে রেখে দিন।কিছুক্ষণ পর এতে বরফের টুকরো দিন। এরপর বোতল ভালো করে নেড়ে পরিষ্কার করুন।

বোতলের গন্ধ দূর করতে ১ কাপ গরম জলে লেবুর রস মিশিয়ে বোতলের ভিতর রেখে দিন। কিছুক্ষণ পরে নেড়ে পরিষ্কার করুন।

বোতলে দুর্গন্ধের সমস্যা থাকলে তা নিয়মিত পরিষ্কার করুন। বোতলের নীচ পরিষ্কার করতে একটি পাতলা ব্রাশ ব্যবহার করুন।