Hindustan Times
Bangla

৪০-এর পর অবশ্যই মানুন এই নিয়ম

মুখের নোংরা পরিষ্কার করার জন্য রোজ ক্লিনজার ব্যবহার করুন।

ভিটামিন সি বা ই জাতীয় সিরাম ব্যবহার করুন। মুখে সিরাম দিলে। বহুদিন ত্বকের তারুণ্য ধরে রাখা যায়।

ক্যাফেইন বা অ্যান্টি অক্সিডেন্ট-সমৃদ্ধ আই ক্রিম ব্যবহার করতে পারেন। এতে রিঙ্কেল দূর হয়।

রোজ মশ্চারাইজার ব্যবহার করুন। রোজ ত্বকে মশ্চারাইজার ব্যবহার করলে বার্ধক্য রোধ করা যায়।