By Soumick Majumdar
Published Feb 13, 2023
Hindustan Times
Bangla
ভ্যালেন্টাইনস ডে-তেও সিঙ্গল কাটাবেন? তাহলে এই কাজগুলি করতে পারেন
সিঙ্গেল হলে আর পাঁচটি দিনের মতোই কাটবে ১৪ ফেব্রুয়ারি। অনেকে আবার ভাবছেন সারাদিন ঘুমিয়েই কাটাবেন।
নিজের জন্যই ফুল কিনে ফুলদানি সাজাতে পারেন। আবার বাগানের শখ থাকলে কোনও সাধের ফুল গাছও কিনতে পারেন।
সিঙ্গেল বন্ধুদের সঙ্গে রাইডে যেতে পারেন। পুরো রাস্তায় রিলেশনসিপ কতটা খারাপ জিনিস, তাই নিয়ে আলোচনা করতে ভুলবেন না।
সিনেমা/সিরিজ দেখুন। 'প্যায়ার কা পঞ্চনামা' জাতীয় কোনও রিলেশনসিপ-বিরোধী সিনেমা দেখতে পারেন। কিছুটা শান্তি পাবেন।
জমিয়ে খাওয়াদাওয়া করুন। রান্নাবান্না জানলে বাড়িতেই বানিয়ে নিন। আর তা না হলে তো ফুড ডেলিভারি আছেই।
চাইলে নিজের জন্য কিছু কিনতে পারেন। সেটি জামাকাপড়, ঘর সাজানোর জিনিস এমনকি কোনও নতুন স্মার্টফোন/গ্যাজেটও হতে পারে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন