Hindustan Times
Bangla

বর্ষাকালে কেঁচো তাড়াবেন কীভাবে, সহজ উপায়ে মুক্তি পান এর উপদ্রব থেকে

বর্ষাকাল মানেই বাড়িতে নানা পোকা-মাকড়ের উৎপাত। অনেক সময় ড্রেনে, টয়লেট সিটেও দেখা যায়। এই পরিস্থিতিতে কী করবেন?

বর্ষাকাল ঘরে কেঁচোর উৎপাত বাড়লে বেশ কিছু ঘরোয়া পদ্ধতি মানলে এর থেকে সুরাহা পেতে পারেন।

বাথরুমে কেঁচো আসতে থাকলে কোনও ডিটারজেন্ট পাউডার ছিটিয়ে দিন। এতে কেঁচো আসা কমে যাবে।

একজায়গায় যদি অনেক বেশি কেঁচো থাকে সেখানে লবণ ছিটিয়ে দিন। এরফলে তাঁরা মারা যাবে এবং আর আসবে না।

কেঁচো থেকে মুক্তি পেতে বেকিং পাউডার এবং ভিনেগার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। 

সামান্য ফেনা তৈরি হবে এতে, এরপর জল যোগ করুন। এই মিশ্রণটি কেঁচোর গায়ে ছিটিয়ে দিন।

বাথরুম ক্লিনার থেকে কেঁচো পালায়। সারা বাথরুমে হারপিকের মতো বাথরুম ক্লিনার ছিটিয়ে রাখলে কেঁচো আসবে না।

কেঁচোর উৎপাত থেকে রক্ষা পেতে চাইলে বাথরুম সব সময় শুকনো রাখবেন। ভেজা জায়গায় কেঁচো বেশি আসে।