Hindustan Times
Bangla

বর্ষা আসতেই শুরু হয়ে গিয়েছে গুমোট গরমের সঙ্গে মশাল প্যানপ্যানানি! মশার কামড়ের চোটে অস্বস্তির আবহ বহু বাড়িতে। তবে খুব সহজ উপায়ে এই মশাকে বাড়ি-ছাড়া করা যায়।

খুব সহজে বাড়ি থেকে মশাকে দূর করা সম্ভব কোনও কয়েল না জ্বালিয়েই। আর তা ঘরোয়া উপায়েই করা সম্ভব। দেখে নেওয়া যাক, এমনই কিছু উপায়।

রসুন বেটে নিয়ে তার রস ঘরের আশপাশে ছিটিয়ে দিতে পারেন। কিম্বা লেমনগ্রাস সামান্য জলে ফুটিয়ে, সেই জল দিয়ে ঘর মুছে নিতে পারেন। এতে মশা দূর হয়।

যে জায়গায় বেশি মশা, সেখানে কর্পুর জ্বালিয়ে রেখে দিন। তারপর সেই ঘরের দরজা জানলা বন্ধ করে দিন। এতেই দূর হবে মশা। 

জোয়ান আর সরষের তেল মিশিয়ে তার সঙ্গে সামান্য আটা মিশিয়ে মণ্ড করে নিন। আর সেটি ঘরের কোণে রেখে দিন।

লেভেন্ডার অয়েল ছিটিয়ে নিতে পারেন সারা ঘরে। এতে কম হবে আপনার বাড়িতে মশাদের আনাগোনা।

টি ট্রি অয়েল কিছুটা জলে ফেলে দিয়ে তা ছিটিয়ে নিন ঘরে। এতেই মিলবে মশাদের থেকে মুক্তি।

সরষের তেলে সামান্য পুদিনা পাতা ফুটিয়ে নিতে পারেন, বা জলে পুদিনা পাতা ফুটিয়ে সেই জল ছিটিয়ে নিতে পারেন ঘরে।