Hindustan Times
Bangla

বাড়িতে ইঁদুরের বাসা? রইল তাড়ানোর সহজ উপায়

অনেকেরই বাড়িতে ইঁদুরের উৎপাত হয়। সেই ইঁদুরের মারার জন্য বিষ দেওয়াটা মোটেই কোনও কাজের কথা নয়। তাতে জীবাণু ছড়ানোর আশঙ্কা অনেক বেড়ে যায়। প্রাকৃতিক এবং সহজ উপায়ে ইঁদুর তাড়ান। 

বাড়িতে ইঁদুর হলে খুব মুশকিল হয়। বই, জামাকাপড় থেকে খাবার তো বটেই— কোনও কিছুই আর নিরাপদ থাকে না এদের কারণে। এখন ইঁদুর থেকে বাঁচার উপায় কী? কীভাবে তাড়াবেন এদের?

কিন্তু এই ইঁদুরকে যদি প্রাকৃতিক উপায়ে তাড়ানো যায়, তাহলে? কীভাবে ইঁদুর তাড়াবেন? জেনে নিন-

লবঙ্গ: এর গন্ধেও ইঁদুরের সমস্যা হয়। একটি কাপড়ে কিছু লবঙ্গ মুড়ে রেখে দিন। তার পরে সেটি ঘরের কোণে রাখুন। ইঁদুর পালাবে। 

পেঁয়াজ: ইঁদুর পেঁয়াজের গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই ইঁদুর তাড়াতে পেঁয়াজের খোসা বা কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন।

রসুন: একই ভাবে রসুনের গন্ধও ইঁদুরের খুব অপছন্দের। জলের রসুন ভিজিয়ে রাখুন। তার পরে সেই জল ঘরের নানা জায়গায় স্প্রে করে দিন। 

পুদিনা পাতা: পুদিনা পাতার গন্ধও ইঁদুর মোটে পছন্দ করে না। ফলে এই পাতার তেলও ঘরে ছড়িয়ে দিতে পারেন। তাতেও ইঁদুর পালাবে বাড়ি থেকে। 

ন্যাপথলিন: জামাকাপড়ে রাখা ন্যাপথলিনের গন্ধ একেবারে ইঁদুরের পছন্দ নয়। ইঁদুরের হাত থেকে রেহাই পেতে ঘরে রাখুন ন্যাপথলিন। 

লাল লঙ্কা গুঁড়ো: ঘরের কোথাও কি গর্তের মধ্যে ইঁদুর বাসা বেঁধেছে? তাহলে তার আশপাশে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিন। ইঁদুর সেখান থেকে পালাবে। 

নকল ইঁদুর: বাজারে যে সব খেলনা নকল ইঁদুর পাওয়া যায়, সেগুলি যদি অবিকল ইঁদুরের মতো দেখতে হয়, তাহলে, সেগুলিকেও ব্যবহার করতে পারেন। অনেকেই বলেন, এই ধরনের খেলনা ইঁদুর মোটেই পছন্দ করে না। ভয় পায়। ফলে তারা এলাকা ছেড়ে পালায়।