Hindustan Times
Bangla

গাড়ির কাচ হবে চকচকে, ব্যবহার করুন ঘরোয়া উপায় তৈরি এই স্প্রে

গাড়ির আয়নার কাচে প্রতিদিন খুব দ্রুত ময়লা জমে যা প্রতিদিন পরিষ্কার করতে হয়। 

কীভাবে গাড়ির গ্লাস ক্লিনার বাড়িতে তৈরি করবেন? জেনে নেওয়া যাক-

গাড়ির কাচের ধুলো-ময়লা পরিষ্কার করতে একটি পাত্রে জলের মধ্যে ২ চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢেলে নিন।

প্রথমে পরিষ্কার শুকনো কাপড়ের সাহায্যে গাড়ির ধুলো পরিষ্কার করুন। এবার ডিটারজেন্টের দ্রবণটি আয়নার স্প্রে করুন। এবার একটি পরিষ্কার শুকনো কাপড়ের সাহায্যে আয়না মুছে নিন।

৪ কাপ জলে ১ কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। দ্রবণটি একটি স্প্রে বোতলে ঢেলে দিন।

গাড়ির আয়নার স্প্রে করুন এবং একটি সুতির কাপড়ের সাহায্যে মুছে নিন। ভিনেগার ব্যবহারের সময় গ্লাভস পরতে ভুলবেন না।

একটি পাত্রে জলের মধ্যে লেবুর রস মিশিয়ে নিন। এই দ্রবণে স্ক্রাব ডুবিয়ে সেই স্ক্রাবের সাহায্যে গাড়ির গ্লাস পরিষ্কার করুন।

এর সাহায্যে চশমার ওপর জমে থাকা ধুলো-ময়লার স্তর সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে।