Hindustan Times
Bangla

এভাবেই পালাবে ব্রণ-র দাগ! ত্বক থাকবে চকচকে

১ চামচ ঠান্ডা দুধের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো যোগ করুন। মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে মুখের উজ্জ্বলতা বাড়ে। যদি আপনার ত্বক স্বাভাবিক থাকে তবে আপনি এতে কয়েক ফোঁটা লেবুর রসও যোগ করতে পারেন।

১ চামচ দই, ১ চামচ বার্লি ময়দা, ১/৪ চামচ মধু নিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখ-সহ ঘাড়ে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

চালের গুঁড়োতে লেবুর রস ও তিলের তেল মিশিয়ে নিন। এ ছাড়া অ্যালোভেরা জেল, কাঁচা দুধ ও চালের আটা দিয়ে তৈরি প্যাকও দূর করবে ত্বকের দাগ

সমপরিমাণ পুদিনা, নিম ও তুলসী নিয়ে এর রস বের করে ছেঁকে নিন। এই রসে অ্যালোভেরা জেল এবং অল্প পরিমাণে মুলতানি মাটি যোগ করুন। মুখ ও ঘাড়ে ঘষুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা দূর হবে এবং দাগও দূর হবে।

১  চামচ গাজর ও বিটরুটের রস নিন এবং এতে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। এটি মুখ ও ঘাড়ে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার এই প্যাকটি লাগালে মুখের দাগ দূর হয়ে যায় এবং রং বদলাতে শুরু করে।

টমেটোর শাঁস এবং মধু মিশিয়ে এতে মুলতানি মাটি যোগ করুন। এটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে মুখ টানটান হবে এবং খোলা লোমকূপের সমস্যা দূর হবে।