Hindustan Times
Bangla

উধাও হবে দাগ-ছোপ, বাড়বে ত্বকের জেল্লা, এই নিয়মে মুখে মাখতে হবে ঘি

ত্বকের যত্ন নেওয়ার জন্যে নানা স্কিনকেয়ার প্রোডাক্ট নিশ্চয়ই আপনি ব্যবহার করে থাকেন। বিশেষজ্ঞদের একাংশের মতে, ঘি ত্বকের স্বাস্থ্য ফেরাতেও খুবই কার্যকরী ভূমিকা পালন করে।

ত্বক ভালো রাখতে সাহায্য করে। জেল্লাও হয় ভরপুর। কিন্তু কী ভাবে ব্যবহার করতে হবে ঘি? কী উপকারই বা পাবেন, জেনে নিন-

মুখে সরাসরি ঘি লাগালে ত্বকে ফাঙ্গাল ইনফেকশনের আশঙ্কা বাড়ে। কারণ, ঘি-তেও প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তৈলাক্ত ত্বকেও সরাসরি ঘি না লাগানোই উচিত।

ত্বকে সরাসরি ঘি না লাগানোই ভালো কিন্তু ঘরোয়া ফেসপ্যাকে সামান্য ঘি ব্যবহার করা যেতেই পারে।  ত্বকের যত্নে ঘি-এর উপকারিতা-

একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ঘি আপনার ত্বককে ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বকে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। 

আরও একটি গবেষণায় দেখা যায়, ঘি-বেসড ক্রিম ত্বকের আর্দ্রতার ঘাটতি মেটায়। ডার্ক সার্কেল মলিন করতেও সাহায্য করে। চোখের চারপাশে সামান্য পরিমাণে ঘি নিয়মিত মালিশ করলেই ডার্ক সার্কেল মিলিয়ে যেতে সময় লাগে না।

ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করে। ত্বকের কোথাও কেটে গেলে সেখানে ঘি লাগাতে পারেন। উপকার পাবেন।

রুক্ষ শুষ্ক ঠোঁট আবার কোমল এবং গোলাপি করে তুলতে কার্যকরী ভূমিকা পালন করে ঘি।

কী ভাবে ব্যবহার করবেন? ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ ঘি এবং ২ টেবিল চামচ দুধ নিন। একটি পাত্রে এই প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিন।

মুখে লাগানোর ৮-১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন ব্যবহার করলেই উপকার পাবেন।