ত্বক হবে সতেজ, উজ্জ্বল, এভাবে ব্যবহার করুন Sheet Mask
ত্বকের খেয়াল রাখতে শিট মাস্ককে বেছে নেন অনেকেই।
শিট মাস্ক ব্যবহার করলে একটা তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে। পাশাপাশি ত্বক হাইড্রেটেড থাকে এবং আগের চেয়ে অনেক বেশি কোমল হয়ে যায়।
কোরিয়ান ত্বকচর্চার একটি পদ্ধতি হল এই শিট মাস্ক ব্যবহার করা। শিট মাস্ক কীভাবে ব্যবহার করবেন?
কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে যদি সালোঁয় যাওয়ার সময় না থাকে, সে ক্ষেত্রে এই মাস্ক ব্যবহার করাই যায়। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায়। ত্বকের ধরন অনুযায়ী তার কোনও একটি ব্যবহার করা যেতেই পারে।
ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এবং শিট মাস্কের উপকারিতা ত্বকে পাওয়ার জন্য এই ২০-৩০ মিনিট সময়ই যথেষ্ট। শিট মাস্ককে পুরোপুরি শুষ্ক হতে দেবেন না।
যদি শিট মাস্ক মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকে তাহলে অ্যালার্ম ব্যবহার করুন। এতে ত্বকও ভালো থাকবে এবং আপনি শিট মাস্কের যাবতীয় গুণাগুণ পেতে পারবেন।
এই শিট মাস্কগুলি প্রভাব বেশি ক্ষণের নয়। শিট মাস্ক থেকে যে ভিটামিন ও মিনারেল পায় ত্বক। তবে বেশিক্ষণ ধরে শিট মাস্ক ব্যবহার করবেন না।