By Sanjib Halder
Published 21 Dec, 2024
Hindustan Times
Bangla
কীভাবে রানে ফিরবেন রোহিত শর্মা-বিরাট কোহলি? বড় পরামর্শ দিলেন সুনীল গাভাসকর
চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যাট কথা বলছে না রোহিতের। প্রায় একই অবস্থা বিরাটেরও।
কোহলি ও রোহিতের সবথেকে বড় সমস্যা সমাধান করতে এগিয়ে এলেন সুনীল গাভাসকর।
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে তাদের সেঞ্চুরি করার ভিডিয়ো দেখতে বললেন কিংবদন্তি।
ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের মতে এটা করলে রোহিতদের আত্মবিশ্বাস বাড়বে
সুনীল গাভাসকরের মতে এমন ভিডিয়োগুলো রোহিত-বিরাটদের ইতিবাচকতা দেবে।
বিরাট কোহলি চলতি সিরিজে একটি শতরান করলেও সেভাবে সফল হতে পারেননি।
রোহিত শর্মার তো আরও খারাপ অবস্থা। ওপেনিং জায়গা ছেড়েও রান পাচ্ছেন না তিনি।
এখন দেখার সুনীল গাভাসকরের এই টোটকা তাদের বিরাট-রোহিতদের জন্য কতটা কাজ করে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন