Hindustan Times
Bangla

কীভাবে কয়েক মিনিটে বাথরুমের নোংরা টাইলস পরিষ্কার করবেন

জলে থাকা আয়রনের কারণে কিছুদিনের মধ্যেই টাইলসে লালচে ছাপ পড়ে যায়। 

অনেক সময় দামি ব্র্যান্ডের ক্লিনার ব্যবহার করেও এই দাগ পরিষ্কার হতে চায় না। 

আপনার বাড়ির বাথরুমের অবস্থাও যদি এরকমই হয়, তাহলে ঘরয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন। 

ডিটারজেন্ট পাউডার ১ চামচ, বেকতিং সোডা ও টয়লেট ক্লিনার একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ টাইলসের উপরে লাগান। ৫ মিনিট পর ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে দেখুন সব দাগ কেমন গায়েব।

ডিটারজেন্ট পাউডার

খাবারে ব্যবহৃত বেকিং সোডা দিয়েও টাইলস পরিস্কার করতে পারেন। ১ কাপ জলে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে টাইলসের উপরে ঢেলে দিন। তারপর ব্রাশ দিয়ে ঘষে নিন। 

বেকিং সোডা

লেবুর রস

লেবুর রসে নুন মিশিয়ে টাইলসের উপরে লাগান। এভাবে ৫ মিনিট রেখে দিন। তারপর কাপড় বা ব্রাশ দিয়ে টাইলস পরিষ্কার করুন।

নুন

রাতে টাইলসের উপর নুন ছড়িয়ে দিন। সকালে সুতির কাপড়ে সাবান মাখিয়ে টাইলস ঘষে নিন। এতে হলুদ ভাব দূর হবে। 

ভিনেগার

টাইলসের উপরে ভিনেগার মেশানো জল ছিটিয়ে দিন। কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। 

কী করবেন না

টাইলস পরিষ্কার করতে কখনোই ব্লিচিং পাউডার বা অ্যাসিড ব্যবহার করবেন না। এতে টাইলস রুক্ষ্ম ও বিবর্ণ হয়ে পড়বে।