Hindustan Times
Bangla

বক্স অফিসে ১৩,০০০ কোটি আয় করা ফিল্মের অফার ফেরান হৃতিক, জানেন কোন ছবি?

শুক্রবার, ১০ই জানুয়ারি বলিউডের গ্রিক গড হৃতিক রোশনের জন্মদিন। ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ছুঁয়ে ফেললেন তারকা

২০০০ সালে কহো না প্যায়ার হ্যায় ছবির সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন রাকেশ রোশন পুত্র, প্রথম ছবি ইতিহাস লিখেছিল

এরপর অসংখ্য হিট ছবির অংশ থেকেছেন হৃতিক, তবে বক্স অফিসে শেষ কয়েক বছর ভালো যায়নি হৃতিকের, বিক্রম বেদ, ফাইটার মুখ থুবড়ে পড়ে

হলিউডে কাজের সুযোগ এসেছিল হৃতিকের কাছে, সেই সময় মহেঞ্জোদারো নিয়ে ব্যস্ত ছিলেন নায়ক! তাই ফেরান অফার

সেই ছবি ছিল বিশ্বব্যাপী ১৩,০০০ কোটি টাকা আয় করা ফিউরিয়াস ৭! যদিও কোন চরিত্রের অফার এসেছিল তা স্পষ্ট নয়

এছাড়াও লাগান, দিল চাহতা হ্যায় থেকে শুরু করে বাহুবলীর মতো ব্লকবাস্টার ছবিতে কাজের সুযোগ ফিরিয়েছেন হৃতিক

প্রভাস নন, বাহুবলির চরিত্রে এসএস রাজামৌলির প্রথম পছন্দ ছিলেন হৃতিক। ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য ছবি এটি

লাগান ছবির ভুবন হিসাবেও পরিচালক আশুতোষ গোয়ারিকরের প্রথম বাছাই ছিলেন হৃতিক রোশন, কিন্তু অভিনেতা রাজি হননি