Hindustan Times
Bangla

সাবার সঙ্গে 'ফাইটার' পোজ হৃতিকের, হাজির দীপিকা থেকে সোনম, ছবির স্ক্রিনিংয়ে চাঁদের হাট

২৫ জানুয়ারি 'ফাইটার' মুক্তির পর মুম্বইয়ে বিশেষ স্ক্রিনিং হয়েছে ছবির।

'ফাইটার'-এর স্ক্রিনিংয়ে প্রেমিকা সাবা আজাদের সঙ্গে হৃতিক।

স্ক্রিনিংয়ে যোগ দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

ছবির স্ক্রিনিংয়ে যোগ দিয়েছেন অনিল কাপুর।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে হৃতিক রোশন।

করণ সিং গ্রোভারের সঙ্গে ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েছেন বিপাশা বসু।

ছবির স্ক্রিনিংয়ে যোগ দিয়েছেন বলিউডের অনেক সেলেব।

একফ্রেমে হৃতিক রোশন এবং অনিল কাপুর।

স্বামী আনন্দ আহুজার সঙ্গে এসেছেন সোনম কাপুর।

কালো আউটফিটে গ্ল্যাম লুকে ধরা দেন সোনম।

অনিলের ছবির স্ক্রিনিংয়ে হাজির মেয়ে, জামাই।

যোগ দিয়েছেন অর্জুন কাপুর।

অভিষেক কাপুর এবং তার স্ত্রী প্রজ্ঞা যাদবও স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন।