Hindustan Times
Bangla

HT India’s Most Stylish 2023: আবার এক মঞ্চে! অক্ষয়ের হাতে পুরস্কার তুলে দিলেন রবিনা, জড়িয়ে সৌজন্য বিনিময়

'হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া’স মোস্ট স্টাইলিশ ২০২৩'-এ মুখোমুখি হয়েছিলেন দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা

একসময় টিনসেল টাউনে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডনের সম্পর্ক নিয়ে চলত জোর চর্চা

দীর্ঘদিন পর এক ফ্রেমে দেখা মিলল দুই প্রাক্তনের, পাশাপাশি বসে পরস্পরের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন তাঁরা

HT India’s Most Stylish 2023-এ স্টাইল হল অফ ফেম – (পুরুষ বিভাগে) পুরস্কার জিতেছেন অক্ষয় কুমার

সেই পুরস্কার অক্ষয়ের হাতে তুলে দিয়েছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন

সৌজন্য বিনিময়ে একে অপরকে জড়িয়ে ধরেন অক্ষয়-রবিনা

এ দিন হিন্দুস্তান টাইমসের এই অনুষ্ঠানে মঞ্চে র‍্যাপিড ফায়ার রাউন্ডেও অংশ নিয়েছেন অক্ষয় ও রবিনা

মঞ্চে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যেই মনের কথা বলেছেন দুই তারকা