By Sanket Dhar
Published 11 Feb, 2023
Hindustan Times
Bangla
Hug Day শুরু হল কীভাবে? জানুন নেপথ্যের গল্প
১২ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস সপ্তাহের Hug ডে। এদিন প্রিয় মানুষকে জড়িয়ে ধরার দিন।
সঙ্গীকে বা প্রিয়জনকে জড়িয়ে ধরতেই এমন দিন পালন করা হয়।
তবে 'Hug'-এর ধারণাটি বেশ পুরোনো।
প্রায় ৪৫০ বছর আগে পুরনো নর্সে প্রথম এই শব্দটির উল্লেখ পাওয়া যায়।
মূল শব্দ ছিল ‘হাগগা’। যার অর্থ স্বস্তি পাওয়া। সেখান থেকেই ‘Hug’ শব্দটির উৎপত্তি।
মোটামুটি ৫০ বছর আগে থেকে প্রিয় মানুষ পরিজন ও বন্ধুবান্ধবদের জড়িয়ে ধরার রীতি শুরু হয়।
তারপর থেকেই নানা উৎসবে আয়োজনে প্রিয়জনকে এভাবে অভিবাদন জানানো শুরু হয়।
সেই সূত্রেই সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশের উপায় হল Hug করা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন