Hindustan Times
Bangla

'আমি মনে করি, আমি এখনও জন্মাইনি', বুধবার স্টুডেন্টস উইকের অনুষ্ঠানে এমনই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাই আমার জন্মদিন-জন্মদিন করেন। আমি মনে করি, আমি এখনও জন্মাইনি।’

তিনি আরও বলেন, ‘আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন, যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটাই হচ্ছে আমার মত।’

যে অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী সেই কথা বলেন, সেখানে অনেক তারকা আসেন। ছিলেন দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়ন্তিকা, সায়নী ঘোষ, সোহমরা।

সেই মঞ্চ থেকে 'ও মধু' গান গেয়েছেন দেব। মজা করে তিনি বলেন, এই গানটার জন্য এখন থেকেই ট্রোলের মুখে পড়ব।

দেব বলেন, আমি আমার ছাত্রজীবনটা ফিরে পেতে চাই। আরও একটু মন দিয়ে পড়াশোনা করলে সমাজে একটা ভালো মানুষ হতে পারতাম।