Hindustan Times
Bangla

পড়াশোনা বা সৌন্দর্যে টেক্কা দেবেন যে কাউকে, দেখুন IAS রিয়ার সেরা ছবি

২০২০ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন রিয়া দাবি। প্রথম প্রচেষ্টাতেই তিনি পরীক্ষায় পাশ করেছেন।

২০১৫ সালের ইউপিএসসিতে প্রথম হয়েছিলেন টিনা দাবি।  রিয়া হলেন টিনার বোন। তিনিও টিনার মতো এক জন আইএএস।

রিয়া বর্তমানে রাজস্থানের অলওয়ার জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে কর্মরত। 

ইউপিএসসি পরীক্ষায় রিয়ার র‌্যাঙ্ক ১৫ ছিল। ১৯৯৮ সালে ভোপালে জন্ম রিয়ার। কিন্তু তাঁর পড়াশোনার পুরোটাই দিল্লিতে।

দিল্লির শ্রীরাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন রিয়া। 

রিয়ার বাবা যশবন্ত দাবি দিল্লিতে বিএসএনএলের জেনারেল ম্যানেজার। মা হিমানি দেবী প্রাক্তন আইইএস।

রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার রিয়া দাবি মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস অফিসার মণীশ কুমারকে বিয়ে করেন।