By Priyanka Bose
Published 28 Jun, 2023
Hindustan Times
Bangla
শাড়িতে IAS সৃষ্টির সেরা ১০ ছবি, রূপে দশ গোল দিতে পারেন কোনও বলি নায়িকাকে
IAS সৃষ্টি দেশমুখ সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। ২০১৮-র ইউপিএসসি সিএসই পরীক্ষায় সারা দেশের মধ্যে পঞ্চম হয়েছিলেন সৃষ্টি।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন সৃষ্টি। ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষা পাশ করেন। শুধু তাই নয়, ওই বছরে মহিলা পরীক্ষার্থীদের মধ্যে সেরা হয়েছিলেন সৃষ্টি।
ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী সৃষ্টি। ভোপালেই তাঁর স্কুল এবং কলেজ জীবন কেটেছে।
পুরো নাম সৃষ্টি জয়ন্ত দেশমুখ। ভোপালের বাসিন্দা তিনি। সৃষ্টির মা পেশায় শিক্ষক। বাবা ইঞ্জিনিয়ার।
২০২১-এর অগস্টে কর্নাটকের নাগার্জুনের সঙ্গে এনগেজমেন্ট হয় সৃষ্টির। ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন আইএএস জুটি।
সৃষ্টি বর্তমানে মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) পদে কর্মরত।
এর আগে মধ্যপ্রদেশেরই ডিন্ডোরি জেলার এডিএম হিসাবে কাজ করেছেন সৃষ্টি।
সৃষ্টির শাড়ি পরা ছবি তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন