By Abhisake Koley
Published 4 Feb, 2025
Hindustan Times
Bangla
ICC Ranking: তিনে মন্ধনা, সেরা দশের বাইরেই হরমনপ্রীত, ভারতীয়দের T20I ব়্যাঙ্কিংয়ে চোখ রাখুন
আইসিসির সদ্য প্রকাশিত T20I ব্যাটারদের তালিকায় ভারতের মহিলা তারকাদের কে কত নম্বরে রয়েছেন?
স্মৃতি মন্ধনা মহিলা টি-২০ ব্যাটারদের তালিকায় আগের মতোই ৩ নম্বরে রয়েছেন।
হরমনপ্রীত কৌর মহিলা টি-২০ ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে ১১ নম্বরে রয়েছেন।
জেমিমা রডরিগেজ ১ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান করছেন।
শেফালি বর্মা ১ ধাপ পিছিয়ে ১৬ নম্বরে চলে গিয়েছেন।
রিচা ঘোষ ১ ধাপ পিছিয়ে ২৫ নম্বরে অবস্থান করছেন।
দীপ্তি শর্মা ২ ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে রয়েছেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন