By Suman Roy
Published 19 May, 2023

Hindustan Times
Bangla

রাস্তায় পয়সা পড়ে থাকলে, তা তুলে নেওয়া কি অশুভ

রাস্তায় অনেক সময়েই পয়সা পড়ে থাকতে দেখা যায়। এটি তুলে নিলে কী হয়?

পথচলতি অনেকের পকেট থেকে অনেক সময়ে পয়সা পড়ে যায়। 

সেই পয়সা অনেকেরই চোখে পড়তে পারে। কিন্তু কেউ কেউ সেটি তুলে নেন। কেউ হাত দেন না। 

এমন পয়সা তুলে নেওয়া কি অশুভ?

বৈদিক বিশ্বাস বলছে, রাস্তায় পড়ে থাকা মুদ্রা দেখার মধ্যে অশুভ কিছু নেই। বরং এটি ভালো লক্ষণ।

জ্যোতিষমতে, ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার লক্ষণ এটি। 

কিন্তু কুড়িয়ে পাওয়া মুদ্রা যে কোনও কাজে ব্যবহার করলে এই উপকার নাও পেতে পারেন। 

তাই শাস্ত্রজ্ঞরা বলছেন, এটি কোনও মন্দিরে দান করুন। কিংবা দুঃস্থ বা ভিক্ষুককে দিন। 

এতে শনিদেব তুষ্ট হবেন। আপনার জীবন মঙ্গলময় হবে।