By Suman Roy
Published Jan 25, 2023

Hindustan Times
Bangla

আপনার শরীরের এ সব জায়গায় তিল আছে? আপনি তাহলে বিরাট ভাগ্যবান

শরীরের নানা জায়গায় তিল থাকা সৌভাগ্যের লক্ষণ। বলছে জ্যোতিষ। দেখে নিন, কোন কোন জায়গা। 

হিন্দু জ্যোতিষশাস্ত্রের মতো সমুদ্রশাস্ত্রও খুব গুরুত্বপূর্ণ। এটিও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কথা বলে দেয়। 

সমুদ্রশাস্ত্র মতে, শরীরের নানা জায়গায় তিল থাকার গুণ এবং দোষ দু’টিই আছে। 

এই শাস্ত্র বলছে, শরীরের বিশেষ বিশেষ জায়গায় তিল থাকা খুব ভালো। 

দেখে নিন, শরীরের কোন অংশে তিল থাকলে কী হয়। কী বলছে সমুদ্রশাস্ত্র?

কপালে: জীবনের শুরুতে খুব পরিশ্রম করতে হয়। কিন্তু ধীরে ধীরে সংকট কাটে। জীবন সুন্দর হয়। 

ডান গালে: এমন হলে বিবাহিত জীবন খুব সুখের হয়। সংসারে শান্তি থাকে।

ঠোঁটে: এমন হলে নাকি, বিভ্রান্তি বেশি হয়। ভুল কথা বলার প্রবণতাও থাকে।

পেট বা কোমরের বাঁ দিকে: আয় ভালো হয়। এতে পেশাগত জীবন খুব সুন্দর হয়। 

কাঁধে: এই ধরনের মানুষ খুব বেশি চাপ নিতে পরেন। তাঁদের ধৈর্য্য ভালো। অনেক দায়িত্ব নিতে পারেন তাঁরা। 

ডান কানে: জীবন সুখের হয়। এই ধরনের মানুষ জীবন পুরোমাত্রায় উপভোগ করতে পারেন। লক্ষ্যে সফল হন। 

আরও ওয়েব স্টোরিজের জন্য